কুয়েট শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী শিক্ষার্থীদের মাঝে কুয়েটিয়ানস কাতার স্কলারশিপ প্রোগ্রামের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ১০ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি হিসাবে জনপ্রতি ১২ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কুয়েটিয়ানস কাতার স্কলারশিপ প্রোগ্রাম কমিটির সভাপতি ও পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী, ইলেকট্র্রিক্যাল এন্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ, কুয়েটিয়ানস কাতার স্কলারশিপ প্রোগ্রাম কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) শেখ আক্কাছ আলী।