কাল থেকে খুলনাসহ তিন বিভাগে জ্বালানী তেল ব্যবসায়ীদের ধর্মঘট
১৫ দফা বাস্তবায়নের দাবি
জয়নাল ফরাজী
১৫ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল রবিবার থেকে খুলনা বিভাগসহ রাজশাহী ও রংপুর বিভাগে জ্বালানী ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে খুলনা, রাজশহী ও রংপুর বিভাগে সকল পেট্রোল পাম্প থেকে তেল বিক্রয় বন্ধ, তেল ডিপো থেকে তেল উত্তোলন এবং ট্যাংকলরী চলাচল বন্ধ থাকবে।
খুলনা বিভাগে বাংলাদেশ তেল পরিবশেক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি এ ৪টি সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্দেশে তারা খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় মালিক-শ্রমিকরা কর্মবিরতি দিয়ে তেল বিপণন ও পরিবহন বন্ধ রাখাসহ অনির্দিষ্টকালের আন্দোলন কর্মসূচি পালন করবে।
১৫ দফার মধ্যে জ্বালানি তেল বিক্রয়ের কমিশন বৃদ্ধি করে ৭.৫ উন্নীত করা, পেট্রোল পাম্প নির্মাণে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করা, জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান এ বিষয়টি সুনির্দিষ্ট করা, নতুন করে পেট্রোল পাম্প নির্মাণে বিভাগীয় জ্বালানী মালিক সমিতির ছাড়পত্র বিধান চালু করা, খুলনা, মোংলা, নড়াইল, বেনাপোলসহ বিভিন্ন জেলায় ট্যাংকলরী থেকে জোরপুর্বক পৌরসভা চাঁদা গ্রহণ বন্ধ করা, ট্যাংকলরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রণয়ন করা, ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করণসহ একাধিক দফা উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জ্বালানী ব্যবসায়ী নেতারা জানান, চলতি বছরের এপ্রিল মাসে ১৫ দফা দাবির বিষয়ে তারা ধর্মঘট ডেকে ছিলেন, সে সময় বিবিপসির চেয়ারম্যান নেতাদের ঢাকায় ডাকেন। নেতারা গত ১৫ এপ্রিল বিপিসির ঢাকা কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ১৫ দফা দাবির বেশির ভাগ ন্যায্য দাবি এবং দাবি গুলি পুরন করার আশ্বাস দেন বিপিসির চেয়ারম্যান। আশ্বাসের সাড়ে ৭ মাস কেটে গেছে ১৫ দফা দাবির বাস্তবায়ন করেনি। উল্টো পাম্প মালিকদের হয়রানি করা হয়েছে। ফলে চলতি নভেম্বর মাসে ৫, ৬ ও ৭ তারিখে তিনদিনে ধর্মঘট কর্মসূচি ডাক দেয়া হয়ে ছিল। সে সময় শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের কারণে তারা আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করেন। এখন শ্রমিকরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যার কারনে কেন্দ্রীয় কমিটি ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি রবিবার থেকে মালিক-শ্রমিকরা শুরু করবে বলে নেতৃবৃন্দ জানান।