October 4, 2024
আঞ্চলিক

করোনা সচেতনতায় খুলনায় সিপিবি’র প্রচারপত্র বিলি

 

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ, আক্রান্ত হওয়া থেকে রক্ষার উপায় এবং করণীয় সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ বয়রা বাজার, রূপসা ঘাট, ধর্মসভা, ডাক বাংলা, পিকচার প্যালেস, ময়লাপোতা, পশ্চিম বানিয়াখামার, সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন। এতে অংশগ্রহণ করেনÑকেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, নিতাই পাল, কিংশুক রায়, রঙ্গলাল মৃধা, রুহুল আমিন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী প্রমুখ।

এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনা প্রতিরোধে যা করতে হবে বার বার হাত ধোয়া, অপরিস্কার হাতে নাক-মুখ-চোখ স্পর্শ না করা, ভ্রমণে শতর্ক থাকা, খাবার থেকে সাবধানতা অবলম্বন করা, পরিচ্ছন্নতা ও আদপ কায়দা মেনে চলা, সম্ভবমত জনসমাগম এড়িয়ে চলা। এছাড়াও মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার নগরীর ইসলামপুর রোড, ইকবালনগর, আমতলা মোড়, পশ্চিম বানিয়াখামারসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *