October 7, 2024
আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ছাড়ালো। সেই সঙ্গে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার (১০ মার্চ) চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

খবরে বলা হয়, চীনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা কমেছে। সোমবার মাত্র ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভাইরাসটির উৎসস্থল হুবেই প্রদেশের উহান শহরের বাসিন্দা।

এদিকে চীনে এ রোগে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৩৬ এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪।

চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ইতালিতে। সোমবার (০৯ মার্চ) পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃত্যু হয়েছে ৪৬৩ জনের।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫১৩ জন এবং ইরানে সাত হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৪৭ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭ জনের। রোগটি ছড়িয়ে গেছে বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *