May 5, 2024
জাতীয়

করোনা: ২৪ ঘণ্টায় হটলাইনে ২৭৭৮ কল, আইসোলেশনে ৮ জন

প্রাণঘাতী করোনা ভাইরাসের তথ্য জানতে-জানাতে খোলা হয়েছে ১২টি হটলাইন। এসব হটলাইনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৮ কল এসেছে। আর এর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৭ জনের।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গতকাল (৯ মার্চ) যে ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের করোনার কোনো লক্ষণ নেই। আইসোলেশনে আছেন ৮ জন। আর কোয়ারেন্টেইনে রাখা হয়েছে ৪ জনকে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ১২টি হট লাইন নম্বর দেওয়া আছে। সবাই এখানে ফোন করে তথ্য নিতে পারেন। সচেতনতা ছাড়া প্রতিরোধের কিছু নেই। সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ও হাঁচি দিতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *