November 12, 2024
জাতীয়লেটেস্ট

করোনায় আরও একটি মৃত্যুহীন দিন

করোনাভাইরাস মহামারির মধ্যে আরও একটি মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। ৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশের কোথাও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থাকল। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ হাজার ১৬ জন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে ২০২০ সালের এপ্রিলের পর গত ২০ নভেম্বর প্রথম করোনায় মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *