ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনিরুল, সেক্রেটারী জামাল
গতকাল বুধবার বিকাল ৩টায় থানা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার থানা সম্মেলন অনুষ্ঠিত হয়। থানা শাখার সাধারণ সম্পাদক মুহা. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও জামাল হোসেন এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি মুহা. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সাংগঠনিক সম্পাদক এইচ এম জুনায়েদ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি জি.এম কিবরিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানা সভাপতি মাওঃ হাফিজুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মুহা. ইয়ামিন মোল্লা প্রমুখ।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার ২০১৯-২১ শেসনের জন্য মোঃ মনিরুল ইসলাম কে সভাপতি, মাওঃ নাসির উদ্দিন কে সহ-সভাপতি, মোঃ জামাল হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ রাকিবুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং হুসাইন মোঃ হালিম কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।