April 23, 2024
জাতীয়

আজ থেকে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

দক্ষিণাঞ্চল ডেস্ক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী মধুমেলা উপলক্ষে জেলা প্রশাসন, কেশবপুর উপজেলা প্রশাসন ও মধুসূদন একাডেমি সাগরদাঁড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসন, যশোরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি থাকবেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাতদিনব্যাপী মধু মেলায় থাকছে কবির সৃষ্টি ও সাহিত্য কর্মের উপর দেশ-বিদেশী কবি সাহিত্যিকদের অংশগ্রহণে আলোচনাসভা, কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আবৃত্তি, মধুগীতি পরিবেশনা, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন। কুটির শিল্প ও গ্রামীণ পসরা নিয়ে মেলায় বসবে প্রায় দু’শ ষ্টল।
২৮ জানুয়ারি সপ্তাহব্যাপী মধুমেলার সমাপনী ও মহাকবি মধুসূদন পদক-২০১৯ প্রদান অনুষ্ঠান। এদিন সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন পুলিশ সুপার মইনুল হক, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত বক্তৃতা করবেন।
মহাকবি মাইকেল মদুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন জমিদার। ১৮৭৩ সালে ২৯ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাইকেল মদুসূদন দত্তের কালজয়ী রচনাবলীর অন্যতম হলো- মেঘনাদবধ কাব্য, শর্মিষ্ঠা, ক্যাপটিভ লেডী, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাঁড়ে রোঁ, বীরাঙ্গনা। এ মহাকবির জন্মের কারণেই সাগরদাঁড়ি ও কপোতাক্ষ নদ জগৎবিখ্যাত। কালের প্রবাহে কপোতাক্ষ নদের যৌবন বিলীন হলেও মাইকেলের কবিতার কপোতাক্ষ নদ যুগে যুগে বয়ে চলেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *