April 26, 2024
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

দক্ষিণাঞ্চল ডেস্ক
নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’
তিনি জানান, নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্যে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুল হামিদ সমুদ্র সীমান্তসহ দেশের সীমান্ত নৌবাহিনীর কর্মতৎপরতা ও ভূমিকা পালনে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদকালে নৌবাহিনীকে একটি উন্নত ও ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত করায় ইতিবাচক ভূমিকা পালনের উচ্ছ¡সিত প্রশংসা করেন।
রাষ্ট্রপ্রধান বলেন, দেশের নৌবাহিনী এখন প্রতিরক্ষায় যে কোন হুমকি মোকাবেলায় আরো বেশি সক্ষম।
তিনি আশা প্রকাশ করেন যে, নৌবাহিনীর চলমান এই উন্নয়ন এবং অগ্রগতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *