অবৈধ দখলদার উচ্ছেদ শুরু হওয়ায় মেয়র খালেককে ১৪ দলের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনার জলবদ্ধতা নিরশনে ময়ুর নদী সহ ২২ খাল এ অবৈধ দখলদার উচ্ছেদ শুরু হওয়ায় ১৪ দল খুলনার নেতৃবৃন্দ মেয়র খালেক ভাইকে অভিনন্দন জানান। তারা আশা করেন যে কোন প্রতিবন্ধতাকে মোকাবেলা করে জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান চলবে।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেত্রী, মন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, জেলা আওয়ামী লীগ এর সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, ১৪ দল খুলনার সমন্বয়কারী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, খূলনা মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সাধারণ সম্পাদক কাজী মাসুদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালিদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জেলা সভাপতি শেখ গোলাম মোর্তুজা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রফিকুল হক খোকন, ন্যাপ খুলনা জেলার সভাপতি এ্যাড. ফজলুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফএম ইকবাল, জেপি নেতা অধ্যক্ষ ডাঃ এম,এন, আলম সিদ্দিকী, ওর্য়াকার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মফিদুল ইসলাম, ন্যাপ খুলনা মহানগর সাধারণ সম্পাদক তপন রায়, গণতান্ত্রিক পার্টির নেতা সোলেমান হাওলাদার, জাকের পার্টির জেলার সাধারণ সম্পাদক গোলাম নবী মাসুম, প্রমুখ।