April 27, 2024
জাতীয়

২১ বছর পর কৃষক দলের নতুন কমিটিতে দুদু আহবায়ক

দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিএনপির সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনে ভেঙে দেওয়া হল জাতীয়তাবাদী কৃষক দলের ২১ বছর আগের কমিটি। ১৫৩ সদস্যের নতুন যে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে, তাতে আহŸায়ক করা হয়েছে শামসুজ্জামান দুদুকে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য কৃষক দলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আহŸায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন কৃষি হাসান জাফির তুহিন। তিনি ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’ এর সদস্য সচিব ছিলেন। ১৫৩ সদস্যের কমিটির মধ্যে যুগ্ম আহবায়ক ১২ জন এবং সদস্য ১৩৯ জন। বুধবার বিএনপির প্যাডে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষক দলের আহŸায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
এতে বলা হয়, নতুন আহŸায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করবে। সর্বশেষ ১৯৯৮ সালের ১৬ মে কৃষক দলের কমিটি হয়েছিল। ওই কমিটিতে সভাপতি ছিলেন ফেনীর সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা (বর্তমানে প্রয়াত)। তারা আওয়ামী লীগে যোগ দিলে কিছু দিন মজিবুর রহমান মোল­া ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেন। এর প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। পরে আবদুল মান্নান ভুঁইয়া (বিএনপি মহাসচিব) কৃষক দলের সভাপতি হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *