April 26, 2024
জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামের গোলাম মোস্তফা মোল্লার স্ত্রী মালেকা খাতুন (৪২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল বেলা ১১টায় উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানকালে আসামি মালেকার বসত বাড়ি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। তখন মালেকা খাতুনকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে বিছানা থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ মে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম বলেন, মালেকা খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *