May 5, 2024
জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। নির্বাচন হোক বা না হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হবে। গতকাল বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় স্কুল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলছে। তারপরও যেকোনো নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখেও অভিযান পরিচালিত হবে। এ জন্য গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকবে না।’

অপর এক প্রশ্নে মন্ত্রী বলন, ‘চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। যার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যাবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক প্রভাবশালীকে অভিযানে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি, মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে যা যা করার তার সব কিছুই করা হবে।’ এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *