April 24, 2024
জাতীয়

মাগুরায় ভুল চিকিৎসার দায়ে চিকিৎসকের কারাদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভুল অস্ত্রপচারের অভিযোগে মাগুরা সরকারি মাতৃসদনের চিকিৎসক নন্দ দুলালের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছে মাগুরার এক আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক হাকিম মো. জিয়াউর রহমান এ রায় দেন বলে আইনজীবীরা জানিয়েছেন। তবে সাজাপ্রাপ্ত চিকিৎকের পক্ষের আইনজীবী আপিলের শর্তে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে ওই আদালত।

২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে চিকিৎসক নন্দ দুলাল মাগুরা হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজারিয়ান করার সময় মূত্রনালী কাট পড়ে। এতে সালমা পঙ্গু হয়ে যান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি বলেন, চিকিৎকের ভুল অস্ত্রপচারের কারণে সালমা পঙ্গুত্ব বরণ করায় তার স্বামী নুরুল হাকিম তুহিন আদালতে মামলা দায়ের করেন। মামলায় নন্দ দুলালের স্বীকারোক্তি ও  সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এই বিচারক।

আসামিপক্ষের আইনজীবী কুমুদ রঞ্জন জানান, আপিলের শর্তে আসামির জামিন আবেদন করায় বিচারক জিয়াউর রহমান তা মঞ্জুর করেছে ওই আদালত।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *