April 25, 2024
আঞ্চলিক

খুলনায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

দ: প্রতিবেদক

খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়।

তিনি জানান, মূল্য তালিকা বিহীন বিদেশী পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে শিববাড়ী মোড়স্থ ফরএভার প্রোডাক্ট লিভিং বাংলাদেশকে ৫ হাজার টাকা, চাউলের বস্তার গায়ে মূল্য উলে­খ না থাকায় লবণচরা খালপাড় রোডস্থ আরাফাত অটো রাইস মিলকে ৫ হাজার টাকা ও নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি তৈরি, ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করায় সোনার বাংলা মুড়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। তদারকিকালে সাধারণ ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে  লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *