December 23, 2024
আঞ্চলিক

আশাশুনিতে শীতে জবুথবু অসহায় বহু শীতার্ত পরিবার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
শীতের প্রকোপে আশাশুনি উপজেলার অসংখ্য অসহায় ও বস্ত্রহীন পরিবারের সদস্য শীতবস্ত্রের অভাবে কাতর হয়ে পড়েছে। শীতের প্রকোপ ব্যাপকতর হলেও সরকারি ভাবে কিংবা কোন এনজিও বা ব্যক্তি পর্যায়ে এখনো পর্যন্ত কোন শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাড়ায়নি।
প্রতি বছর শীত শুরুর সাথে সাথে সরকারি ভাবে এবং বিভিন্ন এনজিও ও ব্যক্তি পর্যায়ে শীতার্ত মানুষের পাশে হাজির হয়ে থাকে। জাতীয় সংসদ নির্বাচন থাকায় এ বছর সরকারি ভাবে কোন বস্ত্র বিতরণ করা হয়নি। কিন্তু পাশাপাশি কোন এনজিও বা ব্যক্তি পর্যায়েও কোন বস্ত্র সহায়তা এখনো নজরে আসেনি। আশাশুনি বাজারে বাজার জামে মসজিদের দেওয়ালে ও বুধহাটা বাজারে “মানবতার দেওয়াল” নামে ছোট্ট গ্যালারী স্থাপন করা হয়েছে। এখানে গিয়ে অসহায় শীতার্ত ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় বিনামূল্যে নিতে পারেন। আর যাদের বাড়িতে অপ্রয়োজনীয় কাপড় চোপড় রয়েছে বা যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা এখানে বস্ত্র দান করতে পারেন। এখানে প্রতিদিন কেউ না কেউ বস্ত্র রেখে যাচ্ছেন, আবার যে সব অসহায় শীতার্ত পরিবার বা ব্যক্তি রয়েছেন তারা নিজেরা গিয়ে নিজেদের জন্য বস্ত্র নিয়ে যাচ্ছেন। কিন্তু সেটি আশাশুনির সদর ও বুধহাটা এলাকার জন্য কিছুটা কাজে লাগলেও বৃহত্তর উপজেলার ১১ ইউনিয়নের অসহায় হাজার হাজার মানুষ শীতের প্রকোপে জর্জরিত হয়ে চরম বিপাকে রয়েছেন। এলাকাবাসীর দাবী অবিলম্বে আশাশুনির অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *