September 14, 2024
আঞ্চলিক

খানজাহান আলী বিমানবন্দর পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রী

রামপাল প্রতিনিধি

রামপালে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এমএ মান্নান নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দর  পরিদর্শন করেন। বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর এলাকায় উপস্থিত হন। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তাকে অভ্যর্থনা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (মংলা সার্কেল) মোঃ খায়রুল আলম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আঃ হাদি, সাধারণ সম্পাদক সাইফুল আলম বকতিয়ার, সহ-সভাপতি মোঃ খৈয়াম হোসেন খিজির, রবিউল ইসলাম, অমিত পাল, সুব্র ঢালী, মুনাওয়ার রনিসহ জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *