কলারোয়ায় ছেলের হাতে বৃদ্ধ পিতা জখম
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ায় বাশ কাটাকে কেন্দ্র করে ছেলের হাতে বৃদ্ধ পিতা জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পরানপুর গ্রামে। আহত গোলাম হোসেন নেদু (৭৫) জানান-ছেলে মোনজেরুল ইসলাম (৩০) তার বাশ ঝাড় থেকে কয়েকটি বাশ কাটতে থাকে। বাশ কি কাজে লাগবে বলে ছেলের কাছে জিজ্ঞাসা করলে ছেলে ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা কুড়াল দিয়ে আঘাত করে। এতে গোলাম হোসেনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে এলাকাবাসী থাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। আহত গোলাম হোসেন নেদু উপজেলার হামিদপুরের পরানপুর গ্রামের মৃত গোলাম জব্বারের ছেলে।
Read More