April 25, 2024
আন্তর্জাতিক

৭ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না

ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষাণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এতে আয় করের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থমন্ত্রী জানান, ব্যক্তির বা বেতনের ক্ষেত্রে বার্ষিক ৭ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। আগে ৫ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হতো না।

স্বাধীনতার ১০০ বছর পূরণের কথা মাথায় রেখে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোট সাতটি উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই বাজেট পেশ করেন তিনি।

বক্তৃতায় নির্মলা বলেন, ২০৪৭ সাল পর্যন্ত সপ্তর্ষির মতো ভারতকে পথ দেখাবে এই বাজেটের সাতটি উদ্দেশ্য। ভারতের সব মানুষকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নতির শেষ সীমা পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট।সাত উদ্দেশের মধ্যে প্রথম হলো দেশের সার্বিক উন্নতি। সেই সঙ্গে দেশকে উন্নতির শিখরে পৌঁছনোর কথা শোনা গেলো অর্থমন্ত্রীর মুখে। এছাড়াও সবুজ ভারত গড়ে তুলতে কৃষিকাজের ওপর জোর দেওয়া হবে। কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগ নেবে কেন্দ্র। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দিকে জোর দেবে এই বাজেট। দেশকে এগিয়ে নিয়ে যেতে নানা ক্ষেত্রে পরিকাঠামো গড়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সেই সঙ্গে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ও তাদের প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

তাছাড়া জম্মু-কাশ্মীর, লাদাখ ও উত্তর পূর্বের উন্নতিসহ নারী, যুব সমাজের উন্নতির কথা বলা হয়েছে এই বাজেটে।

এদিকে এক পূর্বাভাসে বলা হয়েছে ভারতের প্রবৃদ্ধি আগামী অর্থবছর কমতে যাচ্ছে। এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ছয় থেকে ছয় দশমিক আট শতাংশ। তবে এই পরিসংখ্যান নির্ভর করছে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলোর ওপর। ভারতের অর্থমন্ত্রী নির্মালা সিতারাম সংসদে এ সম্পর্কিত সমীক্ষার তথ্য উপস্থাপন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, যদি এই পূর্বাভাস বাস্তাব হয় তাহলে তা হবে গত তিন বছরের মধ্যে ধীর বা কম। দিল্লি এই বছর সাত শতাংশ প্রবৃদ্ধি আশা করছে। তাছাড়া গত অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধি ছিল আট দশমিক সাত শতাংশ।

শেয়ার করুন: