৭ বাংলাদেশিকে ফেরাতে ইন্টারপোলকে দুদকের চিঠি
দক্ষিণাঞ্চল ডেস্ক
অবৈধভাবে অর্থ উপার্জন এবং সেই টাকা নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাত বাংলাদেশিকে ফেরত আনতে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিসমিল্লাহ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলায়মান আনোয়ার চৌধুরী ও তার স্ত্রী গ্রæপের চেয়ারম্যান নওরিন হাসিব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা হোসেনসহ সাতজনকে দেশে ফেরাতে এ চিঠি দিয়েছে দুদক।
গতকাল মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। একইসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলে বাংলাদেশি ক্যাসিনো খেলোয়াড়দের তথ্য আনতে সিঙ্গাপুর যাবে দুদকের একটি টিম। এছাড়া দেশের মধ্যে যারা ক্যাসিনো ব্যবসা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
দুদক চেয়ারম্যান আরও জানান, অবধৈভাবে টাকা উপার্জন ও পাচার করে বিদেশ পালিয়ে রয়েছেন- এমন অর্ধশতাধিক প্রভাবশালীর তালিকা করেছে দুদক। পাশাপাশি প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইকবাল মাহমুদ।