May 19, 2024
জাতীয়

মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে এমপি শেখরের মামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় মানহানির অভিযোগ তুলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শেখর বাদী হয়ে এ মামলটি (নং-২০) করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি এ তথ্য জানান।

তিনি জানান, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, পাপিয়ার সঙ্গে বেশ কয়েকজনকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তালিকা প্রকাশ, প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *