January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল স্বাধীনতার মূলমন্ত্র : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী হিসেবে উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালী জাতির স্বাধীনতা অর্জিত হতোনা। আর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল স্বাধীনতার মূলমন্ত্র। তিনি বলেন, সাতই মার্চের ভাষণই বাঙালী জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এবং ছাব্বিশে মার্চ মুক্তিকামী মানুষ পাকিস্তানী শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। সে কারণে বাঙালী জাতির স্বাধীনতার ইতিহাসের সাথে সাতই মার্চের ভাষণও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সিটি মেয়র রবিবার সকালে নগর ভবনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, শেখ মোসারাফ হোসেন, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খানসহ কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর উপর ‘চিরঞ্জিব বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, কাজী তালাত হোসেন কাউট, মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, সাহিদা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *