January 20, 2025
জাতীয়লেটেস্ট

৫০৫৪ নার্সের পদায়ন, ১৩ মে’র মধ্যে যোগদানের নির্দেশ

করোনা রোগীদের সেবায় পাঁচ হাজার ৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৭ মে) তাদের নিয়োগ দিয়ে আগামী ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইদলাম প্রধান।

পদায়নকৃতদের তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এ পাঁচ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করেছে।

এছাড়াও ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১২ মের মধ্যেই দুই হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *