May 19, 2024
জাতীয়

৪% কর্তনের প্রতিবাদে খুলনায় শিক্ষক ফেডারেশনের মানববন্ধন

 

 

৪% কর্তনের প্রতিবাদে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া, অধ্যক্ষ নিয়োগ নীতিমালা পরিবর্তন, অনার্স শিক্ষকদের এমপিওভূক্তি ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের কেন্দ্র কর্মসূচি অনুযায়ী খুলনা শিক্ষক ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাকশিস সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফম সালাম, উপাধ্যক্ষ আসিফ আলতাফ, অধ্যাপক আসিফ ইকবাল, আব্দুল মতিন, এম এম ইমরান হোসেন, পারভিন সুলতানা, বিজয় মৈত্র, আহসান হাবিব, মোঃ সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, শাহিদুর রহমান, আলেয়া খানম, অনামিকা রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিলসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *