May 19, 2024
জাতীয়

৪১৪ রোহিঙ্গার স্বেচ্ছায় দেশে ফেরার দাবি মিয়ানমারের

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলাদেশ থেকে ৪১৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় নিজদেশে ফিরে গেছে বলে দাবি করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে দেশটি। গতকাল শুক্রবার ঢাকার মিয়ানমার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মিয়ানমার দূতাবাসের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,  শুক্রবার রাখাইনে ১৭ জন রোহিঙ্গা ফিরে গেছেন। রাখাইনের টং পিয়ো লেটো রিসিপশন সেন্টারে তাদের স্বাগত জানিয়েছে মিয়ানমার। এছাড়া ৩১ অক্টোবর ৪৬ জন রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে বলে দেশটির দাবি। এ নিয়ে মোট ৪১৪ জন রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে বলে দাবি করে মিয়ানমার।

এদিকে রোহিঙ্গাদের ফিরে যাওয়া দাবির বিষয়ে বাংলাদেশ বা জাতিসংঘ এখনও অবহিত নয়। কীভাবে এসব রোহিঙ্গারা সেখানে যাচ্ছেন, বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সে কারণে মিয়ানমারের দাবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী  ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য মিয়ানমার যে দাবি করেছে, সেটা যাচাই-বাছাই করে গণমাধ্যমকে জানানো হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *