৩৬নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল
খানজাহান আলী থানা প্রতিনিধি
সকল প্রতিকূলতার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে নগরীর ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় আফিলগেটস্থ ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্জ মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, সদস্য, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী। সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম।