January 21, 2025
জাতীয়

২ বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

দক্ষিণাঞ্চল ডেস্ক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত তিন বাংলাদেশির মধ্যে দু’জনের মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ। বৃহস্পতিবার সকালে দুয়ারপাল গ্রামের নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চক বিষ্ণুপুর দিঘীপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৫), বিষুপুর বিজলীপাড়া এলাকার শুকড়া উড়াওয়ের ছেলে সনজিত উড়াও (২৪), বিষুপুর কাটাপুকুর এলাকার মৃত জন্নুর রহমানের ছেলে কামাল হোসেন (২০)।

জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) রাতে ওই সীমান্তের ২৩১/১০ এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায় বাংলাদেশি বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফ’র কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে ওই তিন বাংলাদেশি নিহত হন। ঘটনার পর ওইদিন সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র মধ্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা বৈঠকের পর বাংলাদেশের সীমান্তে পরে থাকা মফিজের মরদেহ নিয়ে আসে পোরশা থানা পুলিশ। কিন্তু অন্য দুই বাংলাদেশির মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *