১৩ হাজারের বেশি হজযাত্রী পরিবহন বিমানের
এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি হজযাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২০ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জুন থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হয়েছে। রোববার (১৯ জুন) পর্যন্ত ১৩ হাজার ১৩৫ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান ছাড়াও এবার হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের ‘সৌদিয়া’ ও সৌদি ‘ফ্লাইনাস’।
ঢাকার হজক্যাম্প সূত্রে জানা গেছে, এ তিনটি এয়ারলাইন্সে এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকিদের ফ্লাইট শিগগির হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশি নাগরিকদের জন্য হজ বন্ধ ছিল।