১৩ বছর পর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের টঙ্গী থেকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু (৩০) টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুর রউফের ছেলে। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ২০০৬ সালে বাবু ও তার লোকজন স্থানীয় মাছ বিক্রেতা সেন্টুর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাবু ও তার সঙ্গীরা মায়ের সামনে সেন্টুকে কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সেন্টুর বাবা মোহাম্মদ আলী টঙ্গী থানায় বাবু, রুবেল, আশরাফ ও সোলায়মান নামের চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
ওসি কামাল বলেন, ২০১৬ সালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুঁইয়া ওই মামলায় চারজনেরই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে রুবেল ও আশরাফ গ্রেপ্তার কারাগারে রয়েছেন। বাবু ও সোলায়মান পলাতক ছিলেন। বুধবার সকালে বাবু ধরা পড়লেন। সোলায়মান এখনও পলাতক।