December 28, 2024
জাতীয়

১৩ বছর পর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার

দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের টঙ্গী থেকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু (৩০) টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুর রউফের ছেলে। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ২০০৬ সালে বাবু ও তার লোকজন স্থানীয় মাছ বিক্রেতা সেন্টুর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাবু ও তার সঙ্গীরা মায়ের সামনে সেন্টুকে কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সেন্টুর বাবা মোহাম্মদ আলী টঙ্গী থানায় বাবু, রুবেল, আশরাফ ও সোলায়মান নামের চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
ওসি কামাল বলেন, ২০১৬ সালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুঁইয়া ওই মামলায় চারজনেরই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে রুবেল ও আশরাফ গ্রেপ্তার কারাগারে রয়েছেন। বাবু ও সোলায়মান পলাতক ছিলেন। বুধবার সকালে বাবু ধরা পড়লেন। সোলায়মান এখনও পলাতক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *