April 27, 2024
জাতীয়

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক
অস্ত্র মামলায় একজনকে দশ বছর কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ফিরোজ প্রামানিক (৪৮) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাজিপুর গ্রামের হায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ নভেম্বর মিরপুর থানায় ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি এএসএম আসাদুজ্জামান মামুন বলেন, অস্ত্র আইনের দুটি পৃথক ধারায় তাকে ১০ বছর ও সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ড দুটি একসঙ্গে কার্যকর হবে বলে দশ বছরই তাকে ভোগ করতে হবে। এর মধ্যে আবার তার হাজতবাস সময় মোট সাজা থেকে বাদ যাবে।
তিনি গত ২০১৫ সালের দুলাই থেকে কারাগারে আটক রয়েছেন বলে পিপি আসাদুজ্জামান জানান।
আসামির কৌঁসুলি আজমল হোসেন বলেন, তার মক্কেলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়নি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *