হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপে পাঁচ ক্যামেরা!
অনলাইনে দেখা মিলেছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো’র। ডিভাইসটির পেছনে দেখা গেছে পাঁচটি ক্যামেরা সেন্সর।
নতুন এই ডিভাইসটির ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ছবিতে দেখা গেছে পি৪০ প্রো’র পেছনে রয়েছে পেন্টা ক্যামেরা ব্যবস্থা। আর ডিভাইসটির বডি বানানো হয়েছে সিরামিক দিয়ে।
ডিভাইসটির পেছনে উল্লম্বভাবে বসানো হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং।
ছবিতে আরও দেখা গেছে স্মার্টফোনটির সামনে বসানো হয়েছে নচবিহীন পর্দা। হোল-পাঞ্চ পর্দায় রাখা হয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা। ডিভাইসটির পাশে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। আর নীচের দিকে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার। এতে দেখা যায়নি কোনো হেডফোন জ্যাক।
পি সিরিজের আগের দুইটি ফ্ল্যাগশিপ মার্চ মাসে ফ্রান্সের প্যারিসে উন্মোচন করেছে হুয়াওয়ে। এবারও শীঘ্রই নতুন ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিও গুগল সার্ভিসেস অ্যাপ ছাড়াই উন্মোচন করতে পারে হুয়াওয়ে। আগের বছর মেইট ৩০ প্রো ডিভাইসটিও গুগল সার্ভিসেস ছাড়া বাজারে আনে প্রতিষ্ঠানটি।