May 18, 2024
লেটেস্টশীর্ষ সংবাদ

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গতকাল রাতে রাজধানীর পুরান ঢাকা থেকে তালুকদার মাসুদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পিকআপ ভ্যানচালকক।’

এ নিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ চলাকালে বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে তাকে পেটানো হয়। একদিন পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলাটি করেন। মামলায় হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ করা হয়।

শেয়ার করুন: