হাজারীবাগে চায়ের দোকানে সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গণকটুলীর একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধরা হলেন- চা দোকানি জয়নাল আবেদীন (৬২), তার ছেলে শহীদ (৩৮) এবং ওই দোকানের কর্মচারী সজীব (২৩)।
বেলা দেড়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান জানান। আহত জয়নালের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে দোকানের চুলায় আগুন ধরানোর সময় গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায়। তাতে দোকানে থাকা তিনজনই দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় এবং তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এএসআই আব্দুর রহমান খান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জয়নাল আবেদীন ও সজীবের শরীরের ১০ শতাংশ আর শহীদের শরীর ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।