May 4, 2024
আন্তর্জাতিক

হাঙ্গেরিতে দুটি পরমাণু চুল্লি তৈরি করবে রাশিয়া

রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম আগামী সপ্তাহে হাঙ্গেরিতে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শুরু করবে।  হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী শনিবার (২৭ আগস্ট) একথা  বলেছেন।

২০১৪ সালে রাশিয়া এবং ইইউ ভুক্ত দেশটির মধ্যে সাক্ষরিত  চুক্তির আওতায় পাক পারমাণবিক প্ল্যান্ট সম্প্রসারণ করা হচ্ছে।  ২০৩০ সালের মধ্যে চুল্লি দুটি প্রস্তুত হবে বলে আশা করছে দেশটির সরকার।

১২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ হতে যাওয়া এই চুল্লির অধিকাংশ খরচ রাশিয়া বহন করছে।

ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেও নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে রাশিয়ার পরমাণু ইন্ডাস্ট্রি।  এছাড়া রাশিয়ার গ্যাস ও তেল রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে হাঙ্গেরি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো বলেন, ‌‌চলুন এবার নির্মাণ কাজ শুরু করা যাক। অতিরিক্ত দুটি চুল্লি যোগ হলে এই কেন্দ্র থেকে বিদু্যৎ উৎপাদন দ্বিগুণ হবে।

 

পিটার সিজ্জার্তো বলেন, ‌এই পদ্ধতিতে আমরা দীর্ঘমেয়াদে হাঙ্গেরির জনগণের বিদু্যৎ নিরাপত্তা নিশ্চিত করবো। একই সঙ্গে আমরা বিদু্যৎখাতে যাতে আমাদের নাগরিকদের বেশি অর্থ ব্যয় করতে না হয় সে বিষয়টিও নিশ্চিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *