April 19, 2024
আঞ্চলিকলেটেস্ট

হাইকোর্টে হেলালসহ বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর

খবর বিজ্ঞপ্তি
গত ১৯ মে খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের ৩৬ নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি নেতাকর্মীদের করা আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী এড. নিতাই রায় চৌধুরী ও এড. মিথুন রায় চৌধুরী।
জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন মাহবুব হাসান পিয়ারু, মো. ইস্তিয়াক আহমেদ ইস্তি, কে হুমায়ুন কবির, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. মাসুদ পারভেজ বাবু, হেলাল আহমেদ সুমন, একরামুল হক হেলাল, নাজমুল হুদা চৌধুরী সাগর, এবাদুল হক রুবায়েত, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কিমিয়া সাদাত, শেখ সাদী, মো. ফরিদ মোল্লা, গাউস কুলি গাউস, মো. রবি, মো. জামাল, মো. নাসিম, মো. বেলায়েত শেখ. শেখ সাইফুল্লাহ, সোহেল শেখ, খান জুলফিকার আলী জুলু, মফিজুর রহমান, মো. জিয়াউর রহমান জিয়া, তাজিম বিশ্বাস, আসাদুজ্জামান মিঠু, হাফিজুর রহমান মনি, মো, জাবেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, আবু হোসেন বাবু, আব্দুল্লাহিল কাফি সখা, আল-আমিন সজল, সেরাজ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: