May 19, 2024
জাতীয়

হত্যাচেষ্টা মামলা : ১১ এপ্রিল পর্যন্ত জামিন পেলেন রন হক সিকদার

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে রন হক সিকদার স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে মামলার বাদী লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম তার জামিন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফেরেন। এ সময় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *