সড়ক দুর্ঘটনায় আহত শিরোমণির ‘জীবন’ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর শিরোমণি পূর্বপাড়া এলাকার মোল্যা আলী আহাদের পুত্র শিরোমণি হ্যামকো প্রæপের শ্রমিক সাকিব হোসেন জীবন (২৭) গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় খুলনা থেকে মাহেন্দ্রযোগে শিরোমণি আসার পথে আর আর এফ এর পাশ্বে মধু ফ্যাক্টরীর সামনে খুলনাগামী একটি পরিবহনে ধাক্কা দিয়ে দ্রæত চলে যায়।
এ সময় মাহেদ্রটি কয়েক পল্ট্রি খেয়ে সাকিব হোসেন জীবনের ডান পায়ের হাটুর বাটি সহ উরুর হাড় টুকরো টুকরো হয়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে দ্রæত খুমেক হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এঘটনায় খানজাহান আলী থানা পুলিশ মাহেন্দ্রটিকে আটক করলেও পরিবহনের কোন সন্ধান পায়নি।