May 17, 2024
আঞ্চলিক

শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক নন্দিত প্রধান শিক্ষক আ. ফ. ম. আব্দুস ছালাম বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি …. রাজিউন)। গত সোমবার বিকাল ৩:৩০ মিনিটের সময় ১০২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি শাহপুর মধুগ্রাম কলেজের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে মধুগ্রাম জামে মসজিদের সভাপতি থাকাকালীন তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, দুই পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শিক্ষাজীবন শেষে সরকারি চাকরীতে ইস্তফা দিয়ে তার এলাকায় শিক্ষার আলো ছড়াতে অজ পাড়াগায়ে এসে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষা জীবনকে বেছে নেন। দীর্ঘ ২৮ বছর তিনি শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রেণীকক্ষে কখনও লাঠি বা বেত নিয়ে ঢুকতেন না। সকল শিক্ষার্থীকে পরম মমতা ও ভালবাসায় শিক্ষা দান করে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন; রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, বর্তমান শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জি. এম. আবুল কালাম আজাদ। প্রধান শিক্ষক; মো: আক্তারুজ্জামান মন্ডল, সহকারী অধ্যাপক এ. এম. মোস্তফা জামান, জয়দেব কুমার মন্ডল, গজনফর আলী সোম, সাবেক প্রধান শিক্ষক আরজান আলী, সরদার আবু সালেহ, খান খোরশেদ আলম, মহসিন আলম মিলন, আ: রহিম আকুঞ্জী, মাও: আবুল কাশেম, গাজী নূর আলী, প্রধান শিক্ষক আবু তালেব, জি. এম. শহিদুল ইসলাম, শেখ সাইদুল হক মিন্টু, এফ. এম. ফরহাদ হোসেন, মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালদার আমিরুল ইসলাম, শিক্ষক হাসান ইমরান, বিদ্যালয়ের সাবেক সভাপতি এ. এম. জহুরুল ইসলাম, এফ. এম. মাসুদুল হক, খান খোরশেদ আলম সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *