স্বামী হত্যার অভিযোগে স্ত্রী-দুলাভাই গ্রেফতার
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম (৩২) ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। দুপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ ফেব্র“য়ারি) রাতে খুলনা-পিরোজপুর থেকে হত্যা মামলার আসামি নিহতের দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে গ্রেফতার করা হয়। এরপর সকালে গোপালগঞ্জ আদালতে তাদের হাজির করা হলে তারা ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।