April 17, 2024
আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
জম্মু কাশ্মীরের কুলগামে স্বাধীনতাকামীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। এছাড়া আরও এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
গণমাধ্যমটি জানায়, কুলগামের তুরিগ্রামে তল­াশি চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তখনই গুলি চালায় জঙ্গিরা। আর এতে নিহত হন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আমান কুমার। গত দুই বছর ধরে তিনি কুলগামে কাজ করছিলেন। অন্যদিকে আহত সেনা সদস্যের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
এদিকে সংবাদ সংস্থা এএনএ জানায়, হামলায় এক মেজরসহ সেনাবাহিনীর দুই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছে। তিন থেকে চারজনের একটি দল এ হামলা চালায় বলে জানিয়েছে তারা। এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করেছে।
প্রসঙ্গত, ১৪ ফেব্র“য়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারত জুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভ শুরু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *