April 24, 2024
খেলাধুলা

স্পেশাল অলিম্পিক সাফল্যে বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

(বাসস) : আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য পাওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সংযুক্ত আরব আমিরাতে গত ২১ মার্চ শেষ হওয়া স্পেশাল অলিম্পিক গেমসে বাংলাদেশ দল ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৬টি তা¤্রসহ মোট ৩৮টি পদক জয় করে।
এ বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এক অভিনন্দন বার্তায় বলেন, ‘স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ দলের ঈর্ষণীয় সাফল্যে দেশবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আমাদের ছেলেমেয়েরা তাদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আশা করি আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করব। আমরা অচিরেই খেলোড়ারদের উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করব।’
উল্লেখ্য, এবারের স্পেশাল গেমস ১৬০ টি দেশের প্রায় সাত হাজার অ্যাথলেট অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে বাংলাদেশ ১১ টি ইভেন্টে অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে গতকাল রাত ১১ টায় দেশে ফিরলে বাংলাদেশ দলকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *