স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬টি স্বর্ণ পদক
দক্ষিণাঞ্চল ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার এ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে আজ পর্যন্ত ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। আবুধাবিতে গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনের পর ১৫ তারিখ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা।
আগামী ২১ মার্চ সমাপনী শেষে ২২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দলের।