সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জাতীয় শিশু দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় মহেশ্বরপাশা ঋষিপাড়ায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ৩০ জন দলিত শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক এস এম মিসকাতুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ দেলওয়ারা বেগম। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু বিথার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি কালীপদ দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাবির খান, মোঃ আব্দুস সালাম শিমুল, নাগরিক ফোরাম সদস্য চমন আক্তার, এস এম নাজমুল হোসাইন, কৃষ্ণা দাশ, নারায়ণ চন্দ্র দাস, পার্থপ্রতীম দে, লক্ষ্মী দাস, শিমলা দাস, দিপা দাস প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ