সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সমাজ সেবা বিষয়ক সম্পাদক ও ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরাম সাধারন সম্পাদক বনানী সুলতানা ঝুমুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- সভাপতি অধ্যক্ষ মমতাজ বেগম বিজলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাত্রী নেত্রী ইসরাত আরা হিরা, সহ-সভাপতি ডাঃ আফরোজা খানম, মোঃ সাইফুল ইসলাম রাজ, মোঃ সাবির খান, সাজেদা ইসলাম, এম এম দেলোয়ার হোসেন, খাদিজা কবীর তুলী, আফরোজা জেসমিন বীথি, সাঈদা আক্তার রিনি, মোঃ আব্দুস সালাম শিমুল, মোঃ সবুজুল ইসলাম, এস এম মিশকাতুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, জয়নাল ফরাজী, জিএম রাসেল, এ্যাডঃ শাকেরীন আহসান, নিঝুম হাসান শ্রুতি, শাহিদা জেসমিন, সাবিনা ইয়াসমিন, নাজনিন জাহান সৌমী, রাকিবুজ্জামান মানিক, নিয়তি রায়, তানিয়া জামান, শারমীন সুলতানা মঞ্জু প্রমূখ।