May 3, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

সোনাডাঙ্গায় কবরস্থানের দেয়াল ভেঙে রাস্তা বড় দেখিয়ে কেডিএ’র প্ল্যান নেওয়ার চেষ্টা

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা ক্রস রোডে পারিবারিক কবরস্থানে দেয়াল ভেঙে রাস্তরাস্তা বড় দেখিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) থেকে ছাড়পত্র ও নকশা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কেডিএ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে এস এম নাজিম।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বয়রা ক্রস রোড বাইলেনের (অন্ধ গলি) রাস্তাটি খুব ছোট। রাস্তাটির সামনে খাঁ বাড়ির পারিবারিক কবরস্থান রয়েছে। উক্ত কবরস্থানে আমাদের পূর্ব পুরুষদের কবর আছে। স্থানীয় মোঃ বোরহান খান ও মোঃ কবির খান উক্ত কবরস্থানের দেয়াল ভেঙে দিয়ে রাস্তা বড় করছে। যাতে পেছনের বাড়ির মালিকরা কেডিএর নকশা পেতে পারে। এলাকাবাসীর পক্ষে এস এম নাজিম কেডিএ চেয়ারম্যানের নিকট এর প্রতিকার দাবি করেন। এছাড়াও কেসিসি মেয়রের নিকট পৃথক আবেদনে বোরহানের বিভিন্ন অনিয়মের প্রতিকার দাবি করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার প্রবেশমুখের ডানপাশে পারিবারিক কবরস্থানের দেয়াল ভাঙা। কিছু দূর গেলেই ডান পাশের আরেকটি বাড়ির দেয়াল ভাঙা। আরেকটু সামনে গেলে দেখা মিলবে সেই চিরাচরিত সরু গলি। অভিযোগ রয়েছে- সামনের রাস্তাটি ৮ ফুটের হওয়ার ফলে পেছনের বাড়ির মালিকরা। কেডিএ থেকে প্ল্যান পাচ্ছেন না। এজন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সামনের কবরস্থান এবং একটি বাড়ির দেয়াল ভেঙে ১২ ফুটের রাস্তা দেখিয়ে কেডিএ থেকে নকশা নেওয়ার চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট বাড়ির মালিকদের থেকে মোটা অংকের অর্থ আদায়েরও চেষ্টা চলছে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া কবরস্থানের দেয়াল ভেঙে বাড়ির প্ল্যান নেওয়ার চেষ্টার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় কেডিএতে অভিযোগকারী এস এম নাজিম জানান, লিখিত আবেদন করার পর কেডিএ থেকে একজন ফোন করেছিলেন অফিসে যাওয়ার জন্য। আমি তখন ঢাকায় থাকায় যেতে পারিনি। পরবর্তীতে এর অগ্রগতি কিছু জানতে পারিনি।
এ বিষয়ে কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা (চঃ দাঃ) মোঃ তানভীর আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৯১৪-৫০৪৩২২) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: