May 17, 2024
আঞ্চলিক

সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নিমাণ করতে হবে : মঞ্জু

ঘুর্ণিঝড় আম্পানে কয়রায় ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি

 

খবর বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে গত ২০ মে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের বিধ্বংসী ঘূণিঝড়ে হাজার হাজার উপকূলবাসী মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ কাযক্রম পরিচালনা করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, কয়রায় ৪২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নিমাণ করতে হবে। যতদিন বাঁধ নিমান না হয় ততদিন উপকূলবাসীর মানবিক কমসূচির আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর তত্ত¡াবধায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অতীতে বেড়িবাঁধ নির্মানের বিষয়ে দুর্নীতি ক্ষতিয়ে দেখতে হবে এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।

গতকাল বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদেশনায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পানে কয়রা উপজেলার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলার কপোতা মহাবিদ্যালয়ে ৫০০ শ’ সম্বলহীন বানভাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন, বিশুদ্ধ পানি, সাবান, শুকনা মরিচ, ওরস্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান,  এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, এ্যাড. মোমরেজুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মোল্লাা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, এ্যাড. শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দীপু, রেহানা ঈসা, এ্যাড. আঃ সাত্তার, আঃ রাজ্জাক, শাহাদাৎ হোসেন ডাবøু, ইউসুফ হারুন মজনু, নুরুল আমিন বাবুল, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাজমুল হুদা সাগর, ডাঃ আঃ মজিদ, এ্যাড. গোলাম মওলা, শামসুজ্জামান চঞ্চল, মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, শরিফুল ইসলাম বাবু, এ্যাড. আঃ রশিদ, কামরান হাসান, মওলা বক্স, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, আবু সাইদ শেখ, শেখ জামিরুল ইসলাম, আবু সাইদ বিশ্বাস, আঃ রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আবু বক্কর, কোহিনুর ইসলাম, শামসুল বারী পান্না, জিএম রফিকুল হাসান, শামীম আশরাফ, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন শোভন, কওসারী জাহান মঞ্জু, আল আমিন তালুকদার প্রিন্স, ইমরান হোসেন, মুশফিকুর হাসান অভি, শফিকুল ইসলাম সাগর, তুষার কান্তি মন্ডল, রাজিবুল আলম বাপ্পি, আবুল হোসেন, মাসুদ রানা, নাজমুল হুদা পিন্টু, আবু হানিফ সুমন, আবিদ আলম রাহাত, সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, হেলাল উদ্দিন, আশিকুজ্জামান তুফান, খালিদ বিন ওয়ালিদ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *