সেখ জুয়েল এমপি’র সুস্থতা কামনায় সদর থানা আ’লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে সদর থানা আওয়ামী লীগ। শনিবার বাদ মাগরিব সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
থানা আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. অলোকা নন্দা দাস, মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ মো. আবু হানিফ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. শেখ এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল, সমীর কৃষ্ণ হীরা, সফিকুর রহমান, মো. ফারুক হোসেন তুরান, আউয়াল হোসেন ছোটন, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, বাবুল সরদার বাদল, এমরানুল হক বাবু, আযম খান, এ্যাড. শামীম মোশাররফ, হুমায়ুন কবীর, কাজী নজরুল ইসলাম, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, নুর জাহান রুমি, কাজী নজরুল ইসলাম, ইউসুফ আলী, মো. রিয়াজ হোসেন, মনিরুল ইসলাম সোহাগ, কেএম চঞ্চলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুরূপ দোয়া মাহফিল করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ। গতকাল শনিবার বাদ আসর টুটপাড়া বড় খালপাড় আল আমিন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ