April 20, 2024
আঞ্চলিক

সুর-ঝংকার একাডেমী’র প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুর-ঝংকার একাডেমী’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংগঠন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সুর-ঝংকার একাডেমী’র সহ-সভাপতি মুন্সী হেকমত আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. হেমন্ত সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান এড. পারভেজ আলম খান ও গাজী আলিফ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহŸায়ক এড. মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসংগঠনের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম বাবলু, সাংস্কৃতিক সম্পাদক এম এম জাফর ইকবাল, প্রচার সম্পাদক দেওয়ান আবুল বাশার বাচ্চু ডাঃ এম আলমগীর হোসেন, অশোক কুমার পোদ্দার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সাংস্কৃতিক বান্ধব সরকার সাংস্কৃতিক কর্মীদের সুযোগ-সুবিধা, মানমর্যাদা প্রদানসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত ও অনুপ্রেরণা দান করছে। প্রধান অতিথি সুর-ঝংকার একাডেমীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে প্রধান অতিথি শেখ হারুনুর রশীদকে সুর-ঝংকার সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবশেন করেন এম এম জাফর ইকবাল।
শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেনÑনাসরীন সুলতানা রিমা, মিশোরী ইসলাম মিশু, নাছিমা সুলতানা রঞ্জু, অনিমেষ বড়াল, মোঃ সালাউদ্দিন, শম্পা আক্তার সন্ধ্যা, মঞ্জু খান, মঞ্জুরুল হাসান মাসুদ, সিলমী, পিউ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *