January 22, 2025
বিনোদন জগৎ

সুরকার পারভেজ বাসের ধাক্কায় নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

সড়কে প্রাণ হারালেন সুরকার ও সঙ্গীত পরিচালক পারভেজ রব। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার তুরাগ থানা এলাকায় একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। পারভেজ রব (৫৬) প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আপেল মাহমুদের চাচাত ভাই। পারভেজের বাবা আব্দুর রব পাকিস্তান আমলে  এমএনএ ছিলেন।

আপেল মাহমুদ জানান, পারভেজ মালয়েশিয়ায় থাকতেন। প্রায় দুই বছর আগে দেশে ফেরার পর উত্তরায় বাসা নিয়ে সেখানেই থাকতেন। সকাল ১১টার দিকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে তুরাগ থানার ওসি নুরুল মোত্তকিন জানান।

তিনি বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে ঢাকামুখী বাসের জন্য অপেক্ষা করছিলেন পারভেজ। এ সময় গাজীপুরের দিক থেকে আসা ভিক্টর পরিবহন নামের একটি বাস সরাসরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত পারভেজকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পারভেজের দুই ছেলে এক মেয়ে। এক ছেলে মালয়েশিয়ায় আছেন। দেশে ফেরার পর তার পৈত্রিক নিবাস পুরান ঢাকার স্বামীবাগ এলাকার কবরস্থানে মায়ের কবরে পারভেজকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *