December 22, 2024
আঞ্চলিকলেটেস্ট

সুন্দরবন ও মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সুদৃঢ় করতে হবে : মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দরবন ও মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরো সুদৃঢ় করতে হবে। সুন্দরবনে অফুরন্ত সম্পদ রয়েছে, তা নেতৃস্থানীয় ব্যক্তিসহ এক শ্রেণির মানুষ দীর্ঘদিন যাবৎ লোপাট করে আসছে। এই সব স্বার্থন্বেষীদের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। পাশপাশি দেশের মৎস্য সম্পদের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মতৎপরতায় দেশ দ্রæত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় ইতোমধ্যে খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এখন উপক‚লীয় এলাকায় পর্যটন কেন্দ্র, বিমান বন্দর, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা শুরু হয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

সিটি মেয়র গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর খালিশপুরস্থ নৌবাহিনী ঘাটি তিতুমীরের ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে ‘‘সুনীল অর্থনীতির বিকাশে উপক‚লীয় জনপদের ভ‚মিকা’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিচার্স এন্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এ সেমিনারের আয়োজন করে। সেমিনার শেষে বিমরাড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিমরাড চেয়ারম্যান সাবেক নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিনা আহমেদ, অধ্যাপক ড. মো: ওয়াছিউল ইসলাম, অধ্যাপক ড. নাজমুস সাদাত ও স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাওসেড-এর নির্বাহী পরিচালক শামীম আরফিন। অন্যান্যের মধ্যে বিমরাড-এর মহাপরিচালক কমডোর কাজী এমদাদুল হক, নৌ-অঞ্চল খুলনার কমান্ডার রিয়ার এডমিরাল মো: মোস্তাকসহ নৌবাহিনী, মৎস্য অধিদপ্তর, মৎস্যজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ সেমিনারে অংশগ্রহণ করেন। এর আগে উপক‚লীয় জনপদের সমস্যা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *